উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে এক অপরের বিরুদ্ধে অভিযোগ করার কর্মসূচী

উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ পৌরসভা নির্বাচন যতই এগিয়ে আচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ ক্রমশই বেড়েই চলেছে। এক অপরকে নিয়ে উঠছে একের পর এক অভিযোগ। এবারের অভিযোগটি অন্য রকমের । বুধবার রায়গঞ্জ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের জোটের প্রার্থী সিপিএম অশোক পালের বিরুদ্ধে একটি বিভ্রান্তি মূলক  প্রচারপত্র বিলি করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে এলাকায়। এদিন সিপিএমের পক্ষ থেকে রায়গঞ্জ থানায়  লিখিত ভাবে  অভিযোগ দায়ের করেছে তৃনমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে । সিপিএম নেতা উত্তম পাল জানিয়েছেন, রায়গঞ্জ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের জোটের প্রার্থী সিপি আই এমের অশোক পালের নামে একটি পোস্টার ছাপিয়েছে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন দাস। সেখানে অশোক পালের হয়ে লেখা রয়েছে, "প্রার্থীপদ প্রত্যাহার না করলেও জোট প্রার্থী হিসেবে আমি নির্বাচনে লড়াই করতে চাইছি না। তাই যাঁরা জোটকে ভোট দেবেন বলে ঠিক করেছেন, তারা তৃণমূল প্রার্থী তপন দাসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন" 
নির্বাচনের আগে ভোটে পরাজিত হওয়ার ভয়ে তৃণমূল সিপিএম প্রার্থী অশোক পালের নামে মিথ্যে পোস্টার ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন উত্তম বাবু। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন তৃনমূল কংগ্রেসের দুর্বলতার ফলে এই কাজ করেছে। এদিকে  তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দাসের অভিযোগ অস্বীকার করে জানান সিপিএম নিজেই এই কাজ করে তার নামে অপ প্রচার করছে।